প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন
বিএনপি নেত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে অভিযুক্ত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দলে নেই কোনও গঠনতন্ত্রের বালাই। তারা আজ নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে?
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দেওয়া এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন, অর্জন ধ্বংস হয়ে যাবে।
দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।
আওয়ামী লীগ এ দেশে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ ১৩ বছর টানা ক্ষমতায় আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়নের গল্প আজ প্রশংসিত। বিশ্বের উন্নত দেশগুলো আজ শেখ হাসিনার সততার, পরিশ্রমের ও সাহসী নেতৃত্বের প্রশংসা করছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে উন্নয়নের এ সম্ভাবনা বন্ধ হয়ে যাবে।