প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে। সে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল হীরাকান্দায় তার নানাবাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা বলেন, ‘ঘটনার পর ট্রাকচালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’