প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম

পাঁচবিবিতে অবৈধভাবে মজুদ ও পাচারের সময় মেয়াদ উত্তীর্ণ প্রায় ২০০ বস্তা ডিএপি সার জব্দ ও ১জন সার ডিলারকে আটক করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের জিয়ার মোড় এলাকায় ভ্যান বোঝাই অবস্থায় নওগাঁ জেলায় প্রচারের সময় জেলা গোয়েন্দা এন এসে আই জয়দেব রায়ের গোপন তথ্যের ভিত্তিতে এসব সার জব্দ করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা জসীমউদ্দীনসহ থানা পুলিশ প্রশাসন।
এ ঘটনায় পাঁচবিবি বাজারের বড় মসজিদ গেটের সবুজ কৃষি ভান্ডারের প্রোঃ সার ডিলার সুদীপ্ত দাসকে আটক করা হয়। তার বাড়ী বালিঘাটা ইউনিয়নের মাথখুর গ্রামে। সে ঐ গ্রামের বিষ্ণুপদ দাসের পুত্র।
আটক ডিলার সুদীপ্ত দাস বলেন, গোডাউনে আরো শতাধিক বস্তা মজুদ আছে। পরে ওই গোডাউনে অভিযান চালিয়ে আরো ৮০ বস্তা সার জব্দ করা হয়। এ সংক্রান্ত কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে উপজলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।