রোববার ৪ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
 

গাজায় গণহত্যার প্রতিবাদে নেত্রোকোনায় ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজায় বর্বর ইজরায়েলী আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবীতে এবং ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনা জেলা ছাত্র দল।

আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও সদস্য সচিব অনিক মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষীন করে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক অনিক মাহমুদ চৌধুরী বলেন আমরা বিশ্ব নেতৃত্বের উদ্দেশ্যে বলতে চাই গাজাতে ইজরায়েলী বর্বর হায়েনারা নারী শিশু সহ হাজার হাজার নিরীহ মানুষদের হত্যা করছে। স্কুল থেকে শুরু করে হাসপাতাল সবকিছুই ধ্বংস করছে।আমরা এই ন্যাক্কারজনক আগ্রাসনের তৃব্য নিন্দা জানাই এবং সকল মুসলমানদের ইজরায়েলের পন্য বয়কটের আহবান জানাচ্ছি। 

এসময় সভাপতির বক্তব্যে সারোয়ার আলম এলিন বলেন আমরা ইজরেলী বর্বরদের প্রতি মনস্তাত্ত্বিক এবং মানসিক যুদ্ধের ঘোষণা দিয়ে ইজরায়েলের যাবতীয় পণ্যের বয়কট করব। এবং আমাদের এই আন্দোলন চলমান থাকবে।

এসময় আজহার বিশ্ববিদ্যালয় ছাত্র মো: ইউনুস তালুকদার আরবীতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ সভাপতি তৌফিক খান মিল্কি, সাখাওয়াত হোসেন হাইয়ুল, শামসুল হোদা শামীম, যুগ্ন সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, মাজহারুল ইসলাম জিপু, এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাজীব, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান দোলন সদস্য সচিব কালাম তালুকদার প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft