শনিবার ৩ মে ২০২৫ ২০ বৈশাখ ১৪৩২
 

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করলে মানিকগঞ্জ জেলা জজ লিয়াকত আলী মোল্লা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার জানান।

গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে গত জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা রয়েছে বলে জানান আদালত পুলিশের ওসি আবুল খায়ের।

তিনি বলেন, এর আগে উচ্চ আদালত থেকে চারটি মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি আবুল খায়ের।

এর আগে আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীনের পক্ষে আদালতে তার বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনায় জামিন আবেদন করেন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার প্রক্রিয়া ও অভিযোগের গুরুত্ব তুলে ধরে জামিনের বিরোধিতা করেন বলে জানান ওসি আবুল খায়ের।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত গোলাম মহীউদ্দীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান আদালত পুলিশের এই কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft