শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪ আশ্বিন ১৪৩২
 

নেত্রকোনায় বিচারপতির গ্রেপ্তার ও বিচারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ২:৩৩ অপরাহ্ন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজন করা হয়।  

সমাবেশে বক্তারা বলেন, ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্রকে দুর্বল করেছেন। এই রায়ের মধ্য দিয়েই দেশে একদলীয় শাসনের ভিত্তি রচিত হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, বর্তমানে উচ্চ ও নিম্ন আদালতের কিছু বিচারক রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছেন এবং বিরোধী মতাবলম্বীদের হয়রানি করছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বিচার বিভাগ থেকে দলীয়করণ ও দুর্নীতির অবসান জরুরি বলে মত দেন তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট রোকনউদ্দিন, অ্যাডভোকেট মোশাররফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রহিমা সুলতানা ও অ্যাডভোকেট আবু তাহের প্রমুখ।

বক্তারা বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে অতীতের দায়মুক্তির সংস্কৃতি ভাঙতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবনের চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft