শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪ আশ্বিন ১৪৩২
 

তেল আবিবে সামরিক স্থাপনায় হুথিদের ক্ষেপনাস্ত্র হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৩ মে, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

ইয়েমেনের সেনাবাহিনী শনিবার তেলআবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আমরা তেলআবিবে দখলকৃত জাফার দক্ষিণে একটি ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি’।

ইয়াহিয়া সারি জানান, গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি দখলদার বাহিনীর অপরাধ ও যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে এ হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি মুখপাত্রের ভাষায়, ‘জাফায় এই সামরিক অভিযানে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে’।

তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে হামলা অব্যাহত রাখবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দখলদার শক্তির বিরুদ্ধে চমকপ্রদ পাল্টা হামলা ‘আল-আকসা স্টর্ম’ পরিচালনার পর থেকে ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। এর পর থেকেই ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। সূত্র: মেহের নিউজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft