মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: মতলব উত্তরে ১০ জেলে আটক
মতলব প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জাটকা রক্ষা অভিযানে ১০ জেলেকে আটক করা হয়েছে। এছাড়াও জাল ও নৌকা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 

১লা মার্চ থেকে ৩০ এপ্রিল এই দুই মাস জাটকা বিরুদ্ধী অভিযান। এসময় মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা, আহরন করা, বিক্রি করা ও মৌজুদ করা নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৮ মার্চ সকালে মেঘনা নদীর অভায়াশ্রমে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। মতলব উত্তরের মেঘনা নদীর দশানী, মোহাম্মদপুর, নাছিরাকান্দি, জহিরাবাদ, বোরোচর, চর উমেদ অংশে অভিযান পরিচালনা করে ১০ জন জেলে, ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১০ মিটার টোম জাল ও একটি নৌকা জব্ধ করা হয়। 
 
আটককৃতদের ১৯৫০ সালের মৎস্য রক্ষন আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের সূরুজ উদ্দিনের ছেলে সাদির উদ্দিনকে ১০ দিনের সাজা দেওয়া হয়েছে। চাঁদপুর সদরের তরপুরচন্ডীর নূরুল ইসলাম দেওয়ানের ছেলে শাহজালাল, আনোয়ার বেপারির ছেলে হৃদয়, শাহজাহান বেপারির ছেলে ফয়সাল, হাজী আবদুল কাদিরের ছেলে কাশিম বেপারী ও সেডু বেপারির ছেলে রসুল বেপারী এই ৫ জনকে ১০ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকী ৪ জনকে অপ্রাপ্ত বয়স হওয়ায় মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, উপপরিদর্শক কাজল মজুমদার ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft