মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আনুমানিক বেলা ১১ টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়৷ পরে কালাইয়া নৌ-ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই লাশ উদ্ধার করে। উদ্ধার লাশের পরিধান পোশাকের পকেট থেকে একটি এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলসহ কিছু কাগজ পাওয়া যায়৷ এসব ডকুমেন্টস থেকে প্রাথমিক ভাবে নিশ্চিত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত লাশের ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্রে দে (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত জীবন চন্দ্র দে'র ছেলে। গত ৫ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর ১০ দিন পর আজ তার লাশ উদ্ধার হয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে লাশের সুরতহাল করা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft