মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নির্বাচন বানচালে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১:৩৪ অপরাহ্ন

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচন বানচালে দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা দেশে তৃতীয় একটি পক্ষকে ক্ষমতায় আনতে চায়।’

দেশবাসীর উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃতীয় শক্তি ক্ষমতায় এলে দেশের কী করতে পারবে? আগে একবার তারা এসেছিল না? কী করতে পেরেছে? চক্রান্ত চলছে। বাংলাদেশে এ দুর্বৃত্তায়ন চলবে না। আসন্ন নির্বাচন বানচালের চক্রান্তের সমুচিত জবাব দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির আন্দোলন হচ্ছে দেশে সন্ত্রাস করা। বিএনপি নেতাদের মধ্যে দেশপ্রেম নেই। তারা দেশের শত্রু। দেশকে কিছু দেবার যোগ্যতাই তাদের নেই।’

লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধরে এনে সাজা কার্যকর করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে বসে জুয়া খেলে আর লাম্পট্য করে দলের নেতাদের দেশে আগুন সন্ত্রাসের হুকুম দিচ্ছে। আগামীতে সুযোগ পেলে তাকে ধরে সাজা কার্যকর করা হবে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনি এলাকা। জনসভায় নিজের জন্য নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। এ সময় দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন কাজের বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। মানুষকে ঘর তৈরি করে দিয়েছি। আমরা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। একইসঙ্গে স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা নির্মাণ করেছি।’

জনসভামঞ্চে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft