বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মানুষকে ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা হচ্ছে: মাহমুদুর রহমান
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ৮:০৩ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার ‘নিশিরাতের ভোট ডাকাতির পাঁচ বছর ও আবারও একতরফা ডামি নির্বাচনের প্রতিবাদ’ শীর্ষক সমাবেশ ও গণমিছিলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেন, মানুষকে ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকম্পা না পেলে কেউ সংসদে যেতে পারছে না। সব দলের সভানেত্রীর দায়িত্বই প্রধানমন্ত্রীকে নিতে হচ্ছে। 

তিনি দাবি করে বলেছেন, ‘পাঁচ বছর আগে এই সরকার দ্বারা গণতন্ত্রকে কলঙ্কিত করার সূচনা হয়েছিল। আগের রাতে ভোট করে পরদিন ঘোষণা দিয়েছে। এবার তারা কাকে কত ভোট দেবে, তালিকা করছে। আওয়ামী লীগ যে গণতান্ত্রিক দল ছিল সেখান থেকে তারা এখন ডাকাতের দলে পরিণত হয়েছে।’ 

‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকারকে গতকাল তাদের দলেরই একাধিক নেতা ‘জাতীয় বেইমান’ বলেছেন তিনি। পাশাপাশি দলের বিষয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করেছেন তারা। প্রসঙ্গটি সামনে এনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন শুধু আওয়ামী লীগের নন, তাকে সব দলেরই সভানেত্রীর দায়িত্ব নিতে হচ্ছে।’

হবিগঞ্জে পুলিশের হেফাজতে বিএনপির এক কর্মীর মৃত্যু’ হয়েছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, ‘সরকার পুলিশকে দানবে পরিণত করেছে। তাদের দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের খুন, হুম, হেফাজতে নিয়ে নির্যাতন করছে।’

সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, আওয়ামী লীগের তৈরি করা কিংস পার্টির লোকজন এসে কান্নাকাটি করে বলছেন, প্রধানমন্ত্রী যেন তাদের জন্য একটা ব্যবস্থা করেন। এই দলগুলো তার অনুকম্পা না পেলে কেউ সংসদে যেতে পারবে না। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ সহিংসতাকে এবার নিজেদের দলের মধ্যে ঠেলে দিয়েছে। দলের লোকজন খুন হচ্ছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ২০১৪ সালের পর আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। গত ১৫ বছরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে তারা। সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম এবং জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft