বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণা, সেই আওয়ামী লীগ নেতাকে শোকজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ২:১৭ অপরাহ্ন

নরসিংদী-২ আসনের আমদিয়া ইউনিয়নে কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আলোচনায় আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন। এবার সেজন্য তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।  

বুধবার নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম স্বাক্ষরিত চিঠিতে এ কারণ-দর্শানোর নোটিশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, নাজিম উদ্দিন ভুঁইয়া রিপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে কোমরে পিস্তল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নরসিংদী জেলার পাঁচটি নির্বাচনী এলাকায় আগামী ৯ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের অস্ত্রসহ চলাফেরা, অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ এবং The Arms Act 187 এর সংশ্লিষ্ট ধারায় কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দাখিলের জন্য বলা হল।

চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল বেলা ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার প্রচারণা চালান সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন। সে সময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা থাকতে দেখা গিয়েছিল। পরে নাজিম উদ্দিনের কোমরে পিস্তল সম্বলিত একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

ছবিতে দেখা যায় নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ উপস্থিত ছিলেন। তবে গত ৪ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। তথাপি সাবেক এই ইউপি চেয়ারম্যান কোমরে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে এ কারণ-দর্শানোর নোটিশ দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft