মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
গাজীপুরের নৌকার নির্বাচনী প্রচারে সোহেল তাজ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৪ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার  প্রার্থী বিপুল ভোটে বিজয় নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে নৌকার  প্রচারণায় চষে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গতাজ পুত্র সোহেল তাজ । 

তিনি গতকাল বুধবার কাপাসিয়ার বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসংযোগ কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ তুলে ধরে সোহেল তাজ বলেন, বর্তমান নৌকাকে পাশ করিয়ে সরকার ঘঠন করে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে  করতে নৌকার কোন বিকল্প নেই। 

এসময় তিনি নির্বাচন বানচাল করার দেশী-বিদেশী চক্রান্তকে রুখে দিতে নৌকার মার্কায় ভোট দিয়ে চক্রান্তকারীদের সমোচিত জবাব দেয়ার আহ্বান জানান। ১৯৫৪ সালে বঙ্গতাজ তাজউদ্দীনকে আহমদ কে যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন ঠিক সেই ভাবেই বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ ব্যক্ত করেন।

সিমিন হোসেন রিমি বলেন, নৌকার বিজয় হবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। আমি বিজয়ী হতে পারলে কাপাসিয়ার প্রতিটি গ্রামকে এক একটি আদর্শ গ্রাম গড়ে তুলবো।

এসময় নির্বাচনী জনসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, সাংবাদিক মজিবুর রহমান (মিলন), ইউপি চেয়ারম্যান এমএ জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ ওয়াহিদ প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft