বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১১ ইশতেহার
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়েছে। সেখানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মোট ১১টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগের এবারের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি বিষয়কে বিশেষ অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

এবারের ইশতেহারে বিশেষ অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো হলো—

দ্রব্যমূল্য সকলের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। 
কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা। 
আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। 
লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করা।
অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার করা। 
ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। 
নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা। 
সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা। 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা। 
সাম্প্রদায়িকতা ও সকল ধরনের সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধ করা। 
সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার করা।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রার্থীরা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। ব্যানার–পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচার।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট হবে। এই নির্বাচনে ইসির নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে অংশ নিচ্ছে ২৮টি রাজনৈতিক দল। তবে বিএনপিসহ সমমনা বাকি দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft