মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর: ইসি আহসান হাবিব
পিরোজপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৬:২৬ অপরাহ্ন

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাববি খান বলেছেন, নির্বাচনে কোন ধরনের কারচুপি করার সূযোগ নাই। কোন কেন্দ্রে একটি জাল ভোটও হলে তার প্রমান সাপেক্ষে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করা সহ কেন্দ্রের প্রিজাডিং কর্মকর্তাকে চাকুরী চুত্য করা হবে। 

একই সাথে ওই কেন্দ্রের নির্বাচনী কাজে থাকা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেয়া হবে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৫টি আসনের এমপি প্রার্থী ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা ব্যাক্তিদের নিয়ে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন। 

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে বরশিাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান, পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) মোহাম্মাদ জাহেদুর রহমা, ঝালকাঠী জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ফারাহ গুল নিঝুম, পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম, ঝালকাঠী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক টুটুল প্রমুখ। 

এ সময় নির্বাচন কমিশনার আরো বলেন, নির্বাচনের দায়িত্ব পালন কালে কোন সংবাদকর্মীর কোন ধরনের ক্ষতি হলে অভিযুক্তকে কারাদন্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন সম্পূর্ন প্রভাবমুক্ত রাখা হবে। নির্বাচনের গোপন বুথ ছাড়া সাংবাদিকরা সকল স্থানে যেতে, ছবি তুলতে এবং সংবাদ প্রচার করতে পারবেন। আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা নির্বাচনকে একটি দৃষ্টান্ত স্থাপন করে অনুকরনীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চাই। এ আগে ইসি জেলার পিরোজপুর জেলার ৩টি আসনের এবং ঝালকাঠী জেলার ২টি আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft