প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন
‘সি ইউ এগেইন’ ও ‘উই ডোন্ট টক এনিমোর’ খ্যাত মার্কিন গায়ক চার্লি পুথ প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় একটি কনসার্টে অংশগ্রহণ করবেন জনপ্রিয় এই গায়ক।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভার লাইন ইভেন্টস গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
প্রতিষ্ঠানটির দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথকে নিয়ে ঢাকায় একটি কনসার্টের আয়োজন হতে চলেছে। টিকিট ও বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে সিলভার লাইন ইভেন্টস-এর ইভেন্ট কো অর্ডিনেটর রাফাত খান বলেন, ‘গত ৬ মাস ধরেই আমরা চার্লি পুথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। যেহেতু সম্প্রতি তার একটি ট্যুর শেষ হয়েছে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একটি তারিখে তিনি ঢাকায় কনসার্টের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।’
রাফাত খান আরও বলেন, ‘চার্লি পুথ আমাদেরকে ফেব্রুয়ারি মাসের একটি তারিখ দিয়েছেন। সেই তারিখটা আমরা এখনই ঘোষণা করতে চাচ্ছি না। তার দেওয়া শিডিউল অনুযায়ীই আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। কনসার্টটি আয়োজনের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল আমাদের পছন্দের তালিকায় রেখেছি।’
সিলভার লাইন ইভেন্টস-এর মার্কেটিং বিভাগ জানায়, ‘চার্লি পুথ বাদেও এই কনসার্টে আমরা দেশের আরও দুইজন সংগীতশিল্পীকে রাখতে চাচ্ছি। তাদের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করছি খুব শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত সকল তথ্য সবাইকে জানিয়ে দিতে পারব।’
প্রসঙ্গত, মার্কিন গায়ক চার্লি পুথ একজন গীতিকার ও রেকর্ড প্রযোজক। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘সি ইউ এগেইন’ গান বিশ্বজুড়ে পরিচিত। গানটিতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র্যাপার উইজ খলিফা। এই গানটির জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছিলেন।
এছাড়াও ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অয়ান কল এওয়ে’ এবং ‘উই ডোন্ট টক এনিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।