বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
পটুয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৬ অপরাহ্ন

পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান এর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে  স্থানীয় এলাকাবাসী। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এর নিকট স্বারকলিপি প্রদান করার জন্য। মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে মৌকরন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনগণ। স্থানীয় দুই শতাধিক নারী, পুরুষ,বৃদ্ধ ও শিশুরা  উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে।  

স্থানীয় জনগণের দাবি মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রচেষ্টায় ৭ নং ওয়ার্ডের একটি পাকা রাস্তার স্কিম অনুমোদন হয়ে কাজ শুরু হয়। কিন্তু সিদ্দিকুর রহমান (মেম্বার) রাস্তার কাজের বিরোধিতা করায় কাজটি স্থগিত হয়ে যায়। এছাড়াও ওই মেম্বারের  বিরুদ্ধে এক মহিলা মেম্বারের সহযোগিতায় সরকারী অর্থ আত্মসাৎ ও চরিত্রহীনের অভিযোগ তুলে। 

৭ নং ওয়ার্ডের ভোটার মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি রাস্তার বিরুদ্ধে অভিযোগ করায় আমি সাধারণ জনগণের পক্ষ থেকে মেম্বরের বিরুদ্ধে অনাস্থা প্রদান করতেছি।

মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিদ্দিকুর রহমান সরকারি কর্মকান্ডে বাধা সৃষ্টি করে। সে নিজে দুর্নীতিবাজ এবং মামলাবাজ আমাদের কাছে ধরা পড়ে গেছে। তাকে বহিষ্কার করে নতুন মেম্বার নির্ধারণ করা হোক। 

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও অটো রিক্সা চালক বলেন, জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীর দেয়া রাস্তায় আমি অটো রিক্সা  চালাতে চেয়েছিলাম। সিদ্দিক মেম্বর ও কয়েকজন দুর্নীতিবাজ মিলে রাস্তার কাজটি স্থগিত করেছে। টাকার বিনিময় মহিলাদের কাছে ভিজিএফ কার্ড বিক্রি করেছে। আমার ৭ নং ওয়ার্ডে দুর্নীতি থাকতে পারবে না। 

মানববন্ধন শেষে স্থানীয় সকল নারী ও পুরুষ মিলে মোঃ সিদ্দিকুর রহমান মেম্বার এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft