বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:০৭ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা ও নিরপেক্ষতার পাশাপাশি কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এর আগে, সকালে ঢাকার রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বৈঠক হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দেন। বৈঠক নিয়ে সাংবাদিকদের ইসি মো. আলমগীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে চ্যালেঞ্জ মোকাবিলায় পরামর্শ দিয়েছে কমিশন।

বিএনপিসহ অন্যান্য দলের আন্দোলনের বিষয় নিয়ে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচন কমিশন ভয় পাচ্ছে না। নির্বাচনের বিপক্ষে আন্দোলনের কোনো লক্ষণ দেখিনি। এ ধরণের কর্মসূচিতে ভয় না পাওয়ার জন্য প্রার্থীরাই সাহস যোগাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft