মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
'কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না'
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৭:০৩ অপরাহ্ন

শুক্রবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিক প্রচারণার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় হিরো আলম বলেন, ‘এবার কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেব না।কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারে এজন্য নির্বাচনের মাঠে রয়েছি।’

তিনি বলেন, ‘এবার ভোট করতে চাচ্ছিলাম না। কারণ ভোটাররা বলছে, তোমাকে ভোট দিব কয় বার? তুমি পাস করলে তাও পেলে না। পরে ভোটারদের অনুরোধেই নির্বাচনের মাঠে থাকলাম। অনেকে মনে করেছে হিরো আলম টাকার কাছে বিক্রি হয়ে গেছে। টাকা খেয়ে ভোটের মাঠ থেকে সরে যাচ্ছে। এসব প্রশ্ন ভেঙে দেওয়ার জন্যও ভোটের মাঠে আছি।’

পুলিশ সুপারের সঙ্গে সাক্ষতের বিষয়ে হিরো আলম বলেন, ‘শুক্রবার থেকে প্রচারণা শুরু করব।

প্রচারণার আগে এসপি স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। স্যারকে জানিয়েছি কাহালু নন্দীগ্রামে প্রচারণাকালে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে যেন পুলিশের সহযোগিতা পাই।’ 
পুলিশ সুপার এ বিষয়ে আশ্বাস দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রার্থীদের মাঠে রাখতে পুলিশ এরকম অনেক আশ্বাসই দেয়, কিন্তু প্রয়োজনের সময় তা পাওয়া যায় না।’

নির্বাচনের খরচের ব্যাপারে হিরো আলম বলেন, ‘নির্বাচন করতে আহামরি কিছু খরচ হয় না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে।

আমার নির্বাচনের খরচ জনগণ দেবে, যারা আমাকে ভালোবাসে। আর জনগণ আমাকে ভালবেসেই ভোট দিতে আসবে।’

হিরো আলমের সাক্ষাৎ প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে পুলিশ সমান সহযোগিতা করবে। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। হিরো আলম এখানে এসেছিলেন। তাঁর কথা শুনেছি এবং তাঁকে আশ্বস্ত করেছি নির্বাচনে কাহালু ও নন্দীগ্রাম থানা পুলিশ নির্বাচনী বিধি মেনে সহযোগিতা করবে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি। এবার হিরো আলম বগুড়া-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft