বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
নাটোরে সাবেক স্ত্রীর শরীরে ‘অ্যাসিড’ নিক্ষেপের অভিযোগ
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন

নাটোরের লালপুরে মাদক মামলার আসামির বিরুদ্ধে সাবেক স্ত্রীসহ এক শিশুর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতেরা হলেন দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা (২২) ও তার চাচাতো ভাইয়ের মেয়ে মোছা. মাইমুনা (৪)। আর অভিযুক্ত জিয়া (২৫) পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমার সঙ্গে পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জিয়ার কিছুদিন আগে বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওয়ার পর তাঁর স্ত্রী রিমা তিন-চার মাস আগে স্বামীকে ডিভোর্স দেন। জামিন পেয়ে জিয়া মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। আর পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মাইমুনার চোখ ও মুখমণ্ডলে লেগে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি বলেন, রোগীদের হাসপাতালে আনার পর ক্ষতস্থানে ৫০ মিনিট ধরে পানি ঢালা হয়েছে। মহিলা রোগীর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশে ফোলা এবং শিশুর মুখ ফুলে ও এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো তরল পদার্থ তাদের ওপর নিক্ষেপ করা হয়েছে। রোগীদের ভাষ্যমতে, অ্যাসিড নিক্ষেপের কথা বলায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft