শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
পটুয়াখালীতে শ্রমিকের দা’য়ের কোপে অপর শ্রমিকের মৃত্যু, আহত ২
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ন

পটুয়াখালীতে  এক শ্রমিকের ধারালো অস্ত্রের আঘাতে অন্য এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। পটুয়াখালীর বসাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে প্রত্যেক দিনের মতো পটুয়াখালী পল্লীবিদ্যুতের গাড়িতে চড়ে গাছ কাটতে যাওয়ার সময় পটুয়াখালীর বসাক বাজার এলাকায় পৌঁছালে কাওসার (২১) নামের শ্রমিকের হাতে থাকা গাছ কাটার ধারালো অস্ত্র দিয়ে জহিরুল (২২) নামের আরেক শ্রমিককে আঘাত করলে এ ঘটনা ঘটে। এ সময় সাইফুল(২৩) ও সাকিব(২০) নামের আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়। 

মৃত জহিরুল পটুয়াখালী ইটবাড়িয়া ইউনিয়নের সারিকখালী গ্রামের জাকির আকনের ছেলে ও কাওসার একই এলাকার মোঃ বিশ্বাসের ছেলে।

পটুয়াখালী পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যান মোঃ মাসুদ জানান, শ্রমিকেরা প্রত্যেকদিনের মতো আজকেও কাজে বের হয়েছে। তারা গাড়িতে সাত জন ছিল একসাথে। কাজে যাওয়ার পথে তাদের নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে কি-না আমরা সঠিক জানি না। গাড়ি চলন্ত অবস্থায় তাদের নিজেদের মধ্যে এ আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছে। এতে তিন জন আহত হয়েছে। তিন জনের মধ্যে একজন মারা গিয়েছে। বাকি দুইজনকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম জানান, কয়েকজন পল্লীবিদ্যুতের মাসিক শ্রমিকরা তাদের প্রত্যেকদিনের কাজের জন্য বের হয়। তারা গাড়িতে থাকা অবস্থায় নিজেদের মধ্যে ঝামেলা হলে গাড়ির মধ্যে থাকা গাছ কাটার দা দিয়ে একজন আরেকজকে আঘাত করলে একজন মারা যায়। যে কোপ দিয়েছে তাকে আমরা আটক করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft