বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বোরহানউদ্দিন কাচিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম ভূমিকা রেখে আসছে, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ রোধকল্পে ০৪ নং কাচিয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে কাচিয়া ইউনিয়নের দালাল বাজার পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে,  বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ, মোঃ শাহীন ফকির (বিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমোহন থানা ইনচার্জ, মোঃ মাহাবুব আলম।

তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং কার্যক্রম ভূমিকা রেখে আসছে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়, পুলিশের পাশাপাশি সকল শ্রেনী-পেশার মানুষ অপরাধ দমনে এগিয়ে আশা প্রয়োজন।

তিনি আরো বলেন, শীতের রাতে আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন, তখনও আপনার বাড়ির সামনে কোন না কোন পুলিশ আপনাদের পাহারা দিচ্ছে। এলাকার কারা মাদকসহ বিভিন্ন  অপরাধের সাথে জড়িত, আপনারা কম বেশি জানেন, তাদের ব্যাপারে আমাদেরকে জানান,আপনাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির বিপিএম বলেন , কাচিয়া ইউনিয়ন থেকে কি ভাবে সকল অন্যায় অপরাধ নির্মূল করা যায় সে ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছি , বোরহানউদ্দিন উপজেলার শেষ সীমানা এই এলাকা,  আসাকরি কাচিয়া ইউনিয়ন থেকে সকল ধরনের অপরাধ নির্মল করবো ইনশাআল্লাহ । 

তিনি যোগ করেন, বোরহানউদ্দিন, লালমোহন ও তজুমদ্দিন থানার মধ্যে যে সকল অপরাধীরা অপরাধ করে, এক উপজেলা  থেকে অন্য উপজেলায় অপরাধীরা পালিয়ে থাকলেও সেখানে পালিয়ে থাকতে পারবেনা, কারন আমরা পার্শ্ববর্তী তিন থানার ওসিরা এক হয়েছি কারণ অপরাধীরা একথানায় অপরাধ করে অন্য থানায় পালিয়ে থাকতেই পারে সেখানেও যেন পালাতে না পারে সেই ব্যবস্থাই করবো। 

এসময় উপস্থিত ছিলেন, ০৪নং কাচিয় ইউনিয়ন বিট অফিসার এস আই মো. মনির হোসেন, সঞ্চালনায়, এসআই রেহান উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন থানা তদন্ত ওসি (মোঃ এনায়েত হোসেন)।

আরো উপস্থিত ছিলেন, ০৪ নং কাচিয়া ইউনিয়ন  চেয়ারম্যান আলহাজ্ব আঃ রবি কাজি, কাচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাহালুল ইসলাম রাজিব হাওলাদার, ০৮ নং ওয়ার্ড মেম্বার, মোঃ শাহিদ হাওলাদার, ০৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ রহমত উল্যাহ, ০৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ বাবুল চৌধুরী সহ কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সকল স্থরের নেতা বৃন্দুরা, আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা,
 ও কাচিয়া ইউনিয়নের সাধারণ জনগনসহ অন্যান্য প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft