শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মাহির পা ধোয়ালেন আদিবাসী নারীরা
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে দ্বিগুণ উদ্যোমে মাঠে নেমেছেন মাহিয়া মাহি। ভোট চাইতে চষে বেড়াচ্ছেন রাজশাহী ১ আসনের আনাচ কানাচ। জনগণের সেবক হতে দুয়ার থেকে দুয়ারে দৌড়ঝাঁপে ব্যস্ত মাহিকে এবার পা ধুইয়ে বরণ করে নিলেন তার নির্বাচনী আসনের আদিবাসীরা। সামাজিক মাধ্যমে এ খবর মাহি নিজেই জানিয়েছেন।

সোমবার নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে, আদিবাসী নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আদিবাসী ভাই বোনেরা আমাকে বরণ করে নিল। মা বোনদের মার্কা কি। ট্রাক ছাড়া আবার কি
 

উপস্থিত সকলের উদ্দেশে কথা বলেন মাহি। এ সময় তার হাতে ছিল নির্বাচনী প্রতীক ট্রাক। আজ সোমবার প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। প্রতীক পেয়ে সেসময় মাহি বলেন, ‘পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করব। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা অব্যাহত থাকলে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করব।’

এক প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, ‘আপনি যদি কোনো একটা পাড়াগ্রামে যান, আপনাকে কিন্তু তারা চিনবে না। কিন্তু আমি যদি যাই, সেখানে আমাকে তারা চিনবে। সো, আমি তখন তাদের কাছে যাই, সেই মা-বোনেরা আমাকে জড়িয়ে ধরে, এটাই আমার এডভান্টেস।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলে রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft