প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৮:১০ অপরাহ্ন
মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে তিনটি আসনে ২০জন প্রার্থীর মধ্যে প্রতি বরাদ্দ দেয়া হয়। আজ সোমবার সকাল ১১ টা থেকে প্রতীক দেয়া শুরু হয়। জেলা রিটার্নিং অফিসার রেহানা আকতার তার সম্মেলন কক্ষে প্রার্থীদের অনুকুলে প্রতীক বরাদ্দ দেন।
মানিকগঞ্জ - ১ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রত্যাহারের পর জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবেল কে লাঙ্গল প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী এস এম জাহিদকে ঈগল প্রতীক দেয়া হয়।
এছাড়া মানিকগঞ্জ-২ আসনে তারকা প্রার্থী কন্ঠশিল্পী মমতাজ বেগমকে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদকে ট্রাক মুশফিকুর রহমানকে কেটলি, দেওয়ান সফিউল আরেফিনকে মোড়া, সাহাবুদ্দিন আহমেদকে ঈগল প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এছাড়া মানিকগঞ্জ-৩ আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নৌকা, জাতীয়পার্টি র জহিরুল আলম রুবেলকে লাঙ্গল প্রতীক দেয়া হয়। প্রতীক বরাদ্ধের পর আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা করার নির্দেশনা দেন রিটার্নিং অফিসার রেহেনা আক্তার।
এদিকে প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা।