মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মেহেরপুর-১ ও ২ আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন (নৌকা), সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান (ট্রাক), সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদিন (ঈগল) জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হামিদ (লাঙ্গল), মেহেরপুর জেলা ন্যাশনাল পিপলস পার্টির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন (আম) এবং কৃষক মুক্তি জোটের মোঃ বাবুল জম (ছড়ি) মার্কা প্রতিক লাভ করেন।

মেহেরপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ডাঃ এএসএম নাজমুল হক সাগর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ( ট্রাক), তৃণমূল বিএনপির দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি (সোনালী আঁশ), জাপার প্রার্থী কিতাব আলী (লাঙ্গল), জাতীয় কংগ্রেসের দলীয় প্রার্থী আল ফারুক (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির দলীয় প্রার্থী গোলাম রসুল (আম) এবং সাংস্কৃতিক জোটের দলীয় প্রার্থী মোঃ শাহাজালাল (ছড়ি) প্রতীক পান। রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রার্থীদের মাঝে প্রতিক তুলে দেন। 

প্রতীক বরাদ্দের সময় সরকারি রিটারিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft