প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৭ অপরাহ্ন
সমঝোতার ভোটে যাচ্ছেন না- এমন মন্তব্য করে ব্রাহ্মণাড়িয়ার ছয়টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকের পার্টির ছয় প্রার্থী। ছয়জনের মধ্যে পাঁচজন উপস্থিত হয়ে এবং একজন অনলাইনে আবেদন করে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে জাকির হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সেলিম কবির, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে জামসেদ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আব্দুল আজিজ। এর মধ্যে জাহাঙ্গীর হোসেন প্রার্থীতা প্রত্যাহারের জন্য অনলাইনে আবেদন করেন।
জেলা জাকের পার্টির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী জাকির হোসেন চৌধুরী জানান, কেন্দ্রীয় নির্দেশে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সমঝোতার ভোটে তারা অংশ নিতে চান না।