প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইলের কাছে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রী নিয়ে খেয়া নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুজনকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গীবাড়ী থানার ওসি রাজীব খান।
তিনি বলেন, ‘এ ঘটনায় আর কেউ নিখোঁজ আছে বলে আমাদের কাছে তথ্য নেই।’ নিহতরা হলো পার্শ্ববর্তী মান্দ্রা গ্রামের নজরুল ব্যাপারীর মেয়ে সিফা আক্তার ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে ফহিজা আক্তার।
প্রত্যক্ষদর্শীর জানান, সন্ধ্যায় নৌকাটি হাসাইল চরের মিয়া বাড়ি ঘাট থেকে হাসাইল বাজারে আসার সময় মাঝামাঝি অন্ধকারের মধ্যে বাল্কহেড ট্রলারটির ওপরে উঠে যায়। পরে স্থনীয়রা বাল্কহেডটি আটক করেছে, তবে চালক পলাতক।
টঙ্গীবাড়ির ইউএনও আসলাম হোসাইন ঘটনাস্থল থেকে বলেন, ‘এখনও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। খোঁজ খবর করা হচ্ছে।’
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বলেন, ‘সন্ধ্যার পরে সোয়া ৬টার দিকে হাসাইল ঘাটের কাছে একটি বাল্ক হেড একটি ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের দুই যাত্রী পদ্মায় ডুবে মারা যায়।