মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
‘চারপাশে সব ফেরেশতা’- দাবি অপু বিশ্বাসের
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

নানা সময়ে বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনো নায়িকা বুবলীকে কটাক্ষ করে কথা বলেন, কখনো সাবেক স্বামী শাকিব খানকে নিয়ে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাচনায় থাকেন তিনি।

এদিকে একসময়ের জনপ্রিয় এ নায়িকার সিনেমা নিয়ে ব্যস্ততা না থাকলেও নানা ধরনের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ে দেখা যায়। তবে কয়েক দিন আগে তিনি আলোচনায় এসেছিলেন নায়িকা শবনম বুবলীকে ঘিরে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারপারসন ফারজানা মুন্নীর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ফাঁস নিয়ে। যদিও সেখানে তাঁর কণ্ঠস্বর সেভাবে শোনা যায়নি। 

এসব অভিযোগ নিয়ে মাঝেমধ্যেই ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা। তবে গতকাল রাতে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

তিনটি পয়েন্টে ভাগ করে তিনি এই পোস্ট দিয়েছেন। এক নম্বরে লিখেছেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি, চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্টে লিখেছেন, ‘এত দিন আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করেনি।’ আর তিন নম্বরে আছে ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’ কথাটি। তবে এই নায়িকা কাকে নিয়ে কেন এই পোস্ট দিয়েছেন সেটা জানা যায়নি।

অনুমান করা যায়, গতকাল রাতে ফারজানা মুন্নী ও তাপসকে নিয়ে একটি প্রগ্রাম উপস্থাপনা করেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সেখানে উঠে আসে বুবলী ও তাপসের প্রেমসংক্রান্ত অডিও ফাঁস নিয়ে। এ ঘটনায় এককভাবে দায়ী করা হয় অপুকে। এসব কারণেও এমন পোস্ট দিয়ে থাকতে পারেন বলে অনেকেই অনুমান করছেন। 

এদিকে গেল ঈদে অপু বিশ্বাস প্রযোজিত ও অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি মুক্তি পেয়েছে। তারপর আর কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft