বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
হিলিতে দেশীয় পেঁয়াজ কেজিতে কমল ৫০ টাকা
হিলি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৪১ অপরাহ্ন

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট দেখিয়ে ভারত রফতানি বন্ধ করে দেওয়ায় সারা দেশের ন্যায়ে দিনাজপুরের হিলিতে অস্থিতিশীল হয়ে উঠে পেঁয়াজের বাজার। তবে দেশীয় নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় ও সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। 

এতে খুশি নিম্নআয়ের মানুষেরা। পাইকারী দেশী মুড়িকাটা পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সেই পেঁয়াজ খুচরা বাজারে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজ বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে কেজি প্রতি প্রকারভেদে কমেছে ৫০ টাকা।আর পাতা পেঁয়াজ কেজিতে কমেছে ৩০ টাকা কমে এখন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুড়িকাটা পেঁয়াজ পাইকারী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সেই পেঁয়াজ খুচরা বাজারে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দেশি শুকনো পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আফজাল হোসেন বলেন, হঠাৎ ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষনা করে। এরপর থেকে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠে। রোববার হাট বার বাজারে পেঁয়াজ কিনতে এসে দেখি দেশি পেঁয়াজ ১৪০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই সেই দিন আমি হাপ কেজি পাতা পেঁয়াজ ৪০ টাকায় কিনেছিলাম। আজ বৃহস্পতিবার হাট বার বাজার করতে এসেছি। আজ দেশী পেঁয়াজ ৯০ টাকায় এক কেজি নিলাম।   

হিলি বাজারে পাইকারী বিক্রেতা আবু তাহের বলেন, গত কয়েক দিনের তুলুনায় দেশী পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তাই দাম কমে আসছে। আমরা চার দিন আগে দেশী মুড়িকাটা পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ সেই পেঁয়াজ পাইকারি ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। দেশি শুকনো পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি করছি। 

হিলি খুচরা বিক্রেতা রুবেল হোসেন বলেন, আজ আমরা পাইকারী ৮০ টাকা কেজি দরে কিনেছি। আর খুচরা বিক্রি করছি ৯০ টাকা কেজি দরে। আমরা কম দামে কিনে কম দামেই বিক্রি করছি। তবে কয়েক দিন পেঁয়াজ ক্রেতা খুব কম ছিলো। আজ বৃহস্পতিবার যেমন সরবরাহ বৃদ্ধি পেয়েছে তেমন পেঁয়াজ ক্রেতাও বেড়েছে। তবে আর কয়েক দিন পর পেঁয়াজের দাম আরও কমে আসবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft