বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
৩০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:৪০ অপরাহ্ন

এবার ৩০ লাখ মেট্রিক টনের বেশি জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সভায় অনুমোদিত ১৫টি প্রস্তাবে ব্যয় হবে ৩৩ হাজার ৯৫৫ কোটি ৫৮ লক্ষ টাকা। যার মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে প্রায় ৩২ হাজার ১৬৭ কোটি এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৭৮৯ কোটি টাকা। 

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি সৌদি আরামকো থেকে ২০২৪ সালে ৮ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল কিনবে। যেখানে ব্যয় হবে ৬ হাজার ৪০৭ কোটি টাকা। 

সাঈদ মাহবুব খান আরও জানান, বিপিসি আবুধাবীর প্রতিষ্ঠান অ্যাডনক থেকে ৭ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল কিনবে ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ টাকায়। এছাড়া বিপিসি ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন সময়ে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে ১৩ হাজার ৬০০ কোটি টাকায়। 

ক্রয় কমিটির সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য সাতক্ষীরা জেলায় ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন হয়। ১৩ টাকা ৫২ পয়সা দরে ২০ বছরে ব্যয় হবে আনুমানিক ৫ হাজার ৬৮৭ কোটি টাকা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft