প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৯:৩০ অপরাহ্ন
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বরের টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও আদালতের কর্মকর্তারা জানান, কয়েকদিন ধরেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের টেনিস গ্রাউন্ডে খেলা বন্ধ। এ জন্য রাতে গ্রাউন্ডে আলোও জ্বালানো হয়নি। এই সুযোগে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এই গ্রাউন্ডে আদালতের বিচারক ও কর্মকর্তারা খেলাধুলা করেন।
ঘটনার পর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আদীব আলী, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, পুলিশ সুপার ছাইদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মো. ছাইদুল হাসান জানান, একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। সম্প্রতি বিস্ফোরণ বেড়ে যাওয়ায় শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।