বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
রৌমারীতে পেঁয়াজের দাম উর্দ্ধমুখী
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন

টিভির খবর শোনার সাথে সাথে লাফিয়ে উঠছে পেঁয়াজের দাম। স্থানীয় আড়তদার দেশি পেঁয়াজ সংকটের অজুহাত দেখিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ২০০ টাকা। অপর দিকে খুচরা ব্যবসায়ীরা প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি করছেন ২৫০ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ায় পেঁয়াজ বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। কয়েক ঘন্টার ব্যবধানে দ্বিগুণ হয়ে কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ কেজিতে ১১০ টাকা স্থলে বিক্রি হচ্ছে ২১০ টাকা। কোন কোন স্থানে ২২০ টাকাও বিক্রি করছেন।

আজ বুধবার রৌমারী উপজেলার রৌমারী বাজার, বড়াইকান্দি, দাঁতভাঙ্গা, কর্তিমারী, সায়দাবাদসহ কয়েকটি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

খুচরা বিক্রেতারা ফরহাদ হোসেন বলেন, প্রতি ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। এজন্য পাইকাররা দেশি পেঁয়াজ ছাড়ছেই না। রৌমারী বাজারে সকালে যে দাম ছিল, বিকালেই তা দেশি প্রতিকেজি ২৫০ টাকা ও ভারতী পেয়াজ ২১০ টাকায় বিক্রি করা হচ্ছে। সঠিক সময়ে পেঁয়াজ বাজারে না আসলে, দাম আরও বাড়তে পারে।

হঠাৎ পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানকে জানালে তিনি জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ জেলা অধিদপ্তরের কর্মকর্তাদের আলোচনা করে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft