রোববার ২৭ অক্টোবর ২০২৪ ১১ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৩
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক মহাসড়কের মাইলাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত মোঃ শাজাহান আলী (৪০)শিবালয় উপজেলার ছোট সাকরাইল গ্রামের লালন মৃধার ছেলে। তিনি ঘিওর উপজেলা সদরে বেসরকারি এনজিও সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। তার মোটরসাইকেল থাকা আরেক সহকর্মী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পূর্ব নোয়াপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৮) গুরুতর আহত এবং অপর মোটরসাইকেল আরোহী ঘিওর সদর ইউনিয়নের মাইলাগী গ্রামের ঝনু মিয়ার ছেলে জুলহাস মিয়া(১৯) ও একই গ্রামের মালেক মিয়ার ছেলে ফিরোজ (২২) গুরুতর আহত হয়েছে।

জাগরণী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার কামাল হোসেন বলেন, বিকেল ৫ টায়  দুইজন কর্মী মোটরসাইকেল নিয়ে ফিল্ডে বের হয় , মাইলাগী এলাকায় পথিমধ্যে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই শাজাহানের মৃত্যু হয়।

ঘটনা নিশ্চিত করে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, উপজেলার মাইলাগী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং তিন আরোহী আহত হয়।  নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft