রোববার ২৭ অক্টোবর ২০২৪ ১১ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মতলবে ভীড় বেড়েছে শীতবস্ত্রের দোকানে
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:১০ অপরাহ্ন

হেমন্তের শেষে চাঁদপুরে শীত নামতে শুরু করেছে। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে জেলার সর্বত্র তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রভাব পড়েছে। 

গত দুদিন ধরে রাত দশটার পর থেকে ভোরবেলা পর্যন্ত প্রচন্ড কুয়াশায় আচ্ছন্ন থাক জেলার আকাশ। সারাদিন সূর্যের মুখ খুব একটা দেখা মিলছে না। ফলে সাধারণ মানুষ গরম কাপড় পড়তে শুরু করেছে। এমনই অবস্থায় শীতের আবির্ভাবে প্রস্তুতি নিচ্ছে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

ইতোমধ্যে জেলা শহরের বিভিন্ন ফুটপাতের পাশে স্বল্পমূল্য আয়ের মানুষের জন্য পুরাতন ও কম মূল্যের গরম কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। সেইসঙ্গে জেলা শহরের বিভিন্ন অভিজাত দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। 

শহরের বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীরা জানায়, এবার শীতের শুরুতেই তারা নতুন নতুন ডিজাইনের বিভিন্ন সোয়েটার, ব্লেজারসহ বিভিন্ন শীতের পোশাক মজুদ করেছেন। শীতের প্রভাব আরেকটু বাড়লেই বেচাকেনা ভালো হবে বলে তারা আশা করছেন।

এদিকে সাধারণ ক্রেতারা জানায়, এমনিতেই বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তারা আর্থিক সংকটে রয়েছে। ফলে শীতের কাপড় কিনতেও হিমশিম খাচ্ছে তারা। অন্যান্য বছরের চাইতে এবার শীতের পোশাকের মূল্য অনেক বেড়েছে বলে ক্রেতারা জানান।

তবে ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারও এবারে শীতের পোশাকের মূল্য বৃদ্ধি হওয়ায় তাদের বেশি দামে কিনতে হয়েছে। তাই তাদেরও বাড়তি মূল্যে শীতের কাপড় বিক্রি করতে হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft