মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪ ১২ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
চার ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ২:৩৫ অপরাহ্ন

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২২-২৩ করবর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের সেরা করদাতা সন্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন মাহবুবুল আলম তালুকদার।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম তালুকদার বলেছেন, করদাতাদের হয়রানি কমিয়ে অন্যান্য সেবা পাওয়ার ক্ষেত্রে নিয়মিত করদাতাদের জন্য বিশেষ কার্ড চালু করা দরকার। আয়করদাতাদের ভোগান্তি কমাতে অটোমেশন সিস্টেম পুরোপুরি চালুর আহ্বান‌ও জানিয়েছেন তিনি।

এবার চার ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রামের আয়কর বিভাগ। চট্টগ্রাম সিটি করপোরেশন ও বৃহৎ করদাতা ইউনিটে দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে পুরস্কার পান চাক্তাইয়ের তদুল কান্তি বিশ্বাস ও লালখান বাজারের আবু মোহাম্মদ জিয়াউদ্দিন খান। সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে বিএসআরএমের আলী হোসাইন আকবর আলী, আমীর আলী হোসেন ও পেডরোলো প্লাজার মোহাম্মদ নাদের খান।

এ ছাড়া নারী সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে নাসিরাবাদ হাউজিং সোসাইটির বিলকিছ আলী হোসাইন। ৪০ বছরের নিচে তরুণ ক্যাটাগরিতে পিএইচপির মো. আকতার পারভেজ সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার করদাতাদের হাতে সন্মাননা তুলে দেন। আরও উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস ও চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft