মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
১৮ ডিসেম্বর আওয়ামী লীগ বিজয় র‍্যালি করবে: কাদের
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৭:০২ অপরাহ্ন

বিজয়ের মাস উপলক্ষে ১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‍্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিজয় র‍্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু জাদুঘর পর্যন্ত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় একথা বলেন তিনি। 

ওবায়দুল কাদের বলেন, '৭ জানুয়ারি পর্যন্ত একটা চ্যালেঞ্জিং টাইম। এ সময়কে আমাদের অতিক্রম করতে হবে। বিজয়ের মাসে বিজয়ের সুবর্ণ তীরে আমাদের পৌঁছাতে হবে শেখ হাসিনার নেতৃত্বে।' 

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে কাদের বলেন, 'দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার সঙ্গে মল্লযুদ্ধ করবেন না। শৃঙ্খলা মেনে নির্বাচনী প্রতিযোগিতা করবেন। বিশৃঙ্খলা মেনে নেবে না দল। সুষ্ঠু, অবাধ এমন একটি নির্বাচন চায় আওয়ামী লীগ যা সবার কাছে প্রশংসিত হয়। যারা দলের মনোনয়ন পাননি তারা সময়মত কোন না কোন ভাবে মূল্যায়িত হবেন ৷ হতাশ হাওয়ার কোন কারণ নেই।'

দেশবাসীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নির্বাচন বিরোধী অপচেষ্টা প্রতিরোধ করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'হামলা করলে মামলা হবে। মামলা হলে গ্রেপ্তার হবে। কিভাবে পুলিশ পিটিয়ে মারা হয়েছে তা সবাই দেখেছে। যারা হামলা করেছে তাদের কি বিচার করতে হবে না?'  

পৃথিবীর কোন দেশে ইনকামবেন্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচন দেয়? ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে এর অনুমোদন নেই বলে জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন,'মানবাধিকার দিবসে সমাবেশ করতে চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েও অনুমতি পাইনি আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন বিরোধীদের ঠিকই প্রেসক্লাবের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হলো। এটা কিভাবে হলো? যারা অনুমতি দিলেন তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম?'

দলের নেতাকর্মীদের আচরণবিধি মেনে কাজ করার আহ্বান ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিরোধীদের প্রতিহত করতে হবে। কারণ এ নির্বাচন দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই নির্বাচনে ভোটার উপস্থিতি হবে চোখে পড়ার মত। সারা দেশে নির্বাচনের পক্ষে যে সুবাতাস বইছে তা এতটা হবে বলে আগে ভাবিনি।

এসময় গতকালের বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'দলগুলোর আসন বণ্টন বিষয়ে ১৭ তারিখের মধ্যেই সমাধান হয়ে যাবে। সে পর্যন্ত আমাদের সময় দিতে হবে। এসব বিষয়ে আলোচনা সাংবাদিকদের ডেকে হয় না।'

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft