প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ন
আলোকচিত্র বিষয়ক সংগঠন পোর্টেটের উদ্যেগে ১৭ ও ১৮ নভেম্বর কক্সবাজারে হয়ে গেল ৮ম ফটোগ্রাফিক কার্নিভ্যাল। কার্নিভ্যালের আহ্বায়ক জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সাবেক সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশনের সাবেক সভাপতি এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, নারায়নগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির উপদেষ্টা কাশেম জামাল, কুমিল্লার বিশিষ্ট আলোকচিত্রী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহজাহান চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।
আলোকচিত্র সংস্কৃতির বিভিন্ন শাখায় গত ৩৪ বছর ধরে পোর্টেটের নিরলস কর্মকান্ডকে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানের বক্তা ও সংবর্ধিতরা। পোর্টেটের পরিচালক রূপম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে পোর্টেটের উপদেষ্টা পিযুষ তালুকদার, পোর্টেট নিউজ ২৪ এর নির্বাহি সম্পাদক মিথুন দত্ত, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি বাসব শীল, নারায়নগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক জামিনুল হক নিপু, কে ইউ মাসুদ, হাবিবুর রহমান মিঠু, হুমায়ুন কবির, দৈনিক জবাবদিহির পটুয়াখালীর বাউফল প্রতিনিধি আলোকচিত্রী এমএ বশার প্রমূখ বক্তৃতা করেন।
কার্নিভ্যালে আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জবাবদিহির পটুয়াখালীর বাউফল প্রতিনিধি আলোকচিত্রী এমএ বশার।
বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে প্রথম পর্ব সম্পন্ন হয়।
দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।