মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
গণতন্ত্র রক্ষার নৌকায় ভোট দেওয়ার জন্য দেশের মানুষ প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৯:২৯ অপরাহ্ন

গণতন্ত্র রক্ষার নির্বাচনে এ দেশের মানুষ আওয়ামী-লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী তার নিজ এলাকা মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা এদেশ চাইনি সেই রাজাকারা আলবদর বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। তারা মৌলবাদ জঙ্গিবাদ সৃষ্টি করে। আগুনে পুড়ে মানুষ হত্যা করে গুলি করে হত্যা করে। তাদের কাছে এ দেশ নিরাপদ নয়। নিরাপদ শুধু শেখ হাসিনার কাছে, আওয়ামী-লীগের কাছে। 

মন্ত্রী বলেন, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের অভূতপূর্বক উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ ও স্বাস্থ্য সেবা পৌঁছিয়ে গেছে, করোনার সময় দেশের কোটি কোটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয় প্রতিটি ক্ষেত্রেই অভূতপূর্বক উন্নয়ন করেছেন শেখ হাসিনা। সেজন্য বাংলার মানুষ খুশি হয়েছেন। তার জন্যই গণতন্ত্র রক্ষার নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। 

তিনি বলেন, বিএনপির সময় দেশের কৃষকরা সার পেতো না। সারের দাবিতে আন্দোলন করতে গেলে গুলি করে হত্যা করত। তারা আগুনে পুড়ে মানুষ হত্যা করে। তাদের সময় দেশে চাঁদাবাজি, খুন, ডাকাতিসহ প্রতিটা ক্ষেত্রেই দুর্নীতি হত। সে জন্য দেশের মানুষ এখন আর বিএনপিকে চায় না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft