বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
তারা আমাদের আইনগুলো সম্পর্কে জানতে চেয়েছেন: ইসি
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যা চলে ৪০ মিনিট। বৈঠকে কমনওয়েলথের দলটি নির্বাচন কমিশন ও নির্বাচন আইন নিয়ে জিজ্ঞাসা করেছেন। 

বৈঠক শেষে এ এম আমিন উদ্দিন এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ওনারা (প্রতিনিধি দল) প্রায় ৪০ মিনিটের মতো ছিলেন। তারা আমাদের আইনগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচন সম্পর্কে যে আইনগুলো আছে, হাইকোর্টের কি ক্ষমতা আছে। ওনারা আরেকটা জিনিস জানতে চেয়েছেন, নির্বাচনকালীন যে সহিংসতা বা অন্য বিষয়গুলো কীভাবে অ্যাড্রেস করা হয়, এগুলোর আইন কি।’

এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রতিনিধি দলকে আমরা জানিয়েছি, আমাদের প্রতি জেলার জন্য একটা টিম থাকে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরেকটা টিম থাকে প্রতি উপজেলায়, তারা এগুলো দেখেন। তাদের এখতিয়ারটা কি, তারা কি করতে পারেন- এগুলো উদাহরণসহ বলেছি।’ 

নির্বাচন কমিশনের কি ক্ষমতা আছে সে বিষয়েও প্রতিনিধি দল জানতে চেয়েছে। 

এ এম আমিন বলেন, ‘আমরা জানিয়েছি- ২০০১ সালে বাংলাদেশে পোস্ট ইলেকশন ভায়োলেশন হয়েছিল। ওই সময় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়েছিল। পরবর্তীতে এ ধরনের আর কোনো ঘটনা ঘটেনি। তারা জানতে চেয়েছে, পোস্ট ইলেকশনের মামলাগুলো কীভাবে হয়? কারা ডিসিশন নেয়? এগুলোর প্রসিডিউরটা কি? 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft