মুন্সীগঞ্জ-৩ আসনে আ. লীগের মনোনয়নপত্র কিনলেন এ্যাড. মৃণাল কান্তি দাস
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৯:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৯:২৬ অপরাহ্ন
মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে উৎসব মুখর পরিবেশে তিনি মনোনায়ন ফরম সংগ্রহ করেন। মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ ৩ আসনে দুই বারের সংসদ সদস্য এই আসনের হেভিওয়েট প্রার্থী তিনি।
এখন পর্যন্ত এ আসন থেকে যারা দলীয় মনোনয়ন চেয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশী আলোচনায় রয়েছেন তিনি। এ্যাড.মৃণাল কান্তি দাস ১৯৫৯ সালের ২৫ জানুয়ারী মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকায় জন্ম গ্রহন করেন। তার পিতার নাম শ্যামলাল দাস ও মাতার নাম গীতা রানী দাস,তিনি বিএ এবং এল এলবি ডিগ্রি অর্জন করেছেন।
মৃণাল কান্তি দাস ২০১০ সালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক ছিলেন সে সময় অত্যান্ত নিষ্টার সাথে তিনি দায়িত্ব পালন করেছিলেন।তিনি ৫ জানুয়ারী ২০১৪ ইং অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ১ম বারের মতো আওয়ামীলীগের মনোনায়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনের জন্য পূনরায় আওয়ামীলীগের প্রার্থী হন মৃণাল কান্তি দাস এবং নির্বাচনে অংশগ্রহন করে বিপুল ভোটে জয়যুক্ত হন।
বর্তমানে তিনি টানা দ্বিতীয়বারের মতো আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অত্যান্ত নিষ্টার ও সততার সাথে।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহন জানুয়ায়ীর ৭ তারিখে।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এমন খবরে নিজ এলাকায় নেতা কর্মীদের মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করছে ।