বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
হরিরামপুরে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৯:০৫ অপরাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুরে দুই যুবকের বিরুদ্ধে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই যুবক হলেন- সালাম শেখের ছেলে নাঈম শেখ (২২) এবং আব্দুর রাজ্জাক মৃধার ছেলে আসিফ (২০)। এ ঘটনায়  অভিযুক্ত আসিফকে আটক করেছে পুলিশ। 

গতকাল রোববার রাতে উপজেলার ধুলশুড়া ইউনিয়নের আইলকুন্ডি এলাকার একটি কাঠবাগানে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য বলেন, সোমবার সকালে ধুলশুড়া ইউপি চেয়ারম্যান ফোন করে জানান আইলকুন্ডি চরে কাঠবাগানে একটি লাশ পড়ে আছে। পরে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি।

প্রাথমিকভাবে জানা যায়, গতকাল রোববার বিকেল ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আইলকুন্ডি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে নাঈম শেখ ও আসিফ গরু চোর সন্দেহে তাকে আটক করে। 

এরপর স্থানীয় একটি কাঠ বাগানে নিয়ে গরু বাধার রশি দিয়ে বেঁধে গাছের ডাল দিয়ে পিটিয়ে ওই ব্যক্তির মাথা ফাটানোসহ দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে রক্তাক্ত জখম করে মৃত্যু ঘটায়। হত্যার কাজে ব্যবহৃত রশি এবং লাঠি উদ্ধারসহ অভিযুক্ত আসিফকে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান বলেন, আমিই সকালে পুলিশকে জানিয়েছি। নিহত ওই ব্যক্তি আমাদের এলাকার না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft