শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪ ৯ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
আখাউড়া চেকপোস্টে ভারতগামী যাত্রীদের উপচে পড়া ভিড়
আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

হিন্দু ধর্মালম্বী বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শুক্রবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে দুর্গোৎসব শুরু হযেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর)  বিজয়া দশমীর মধ্যদিয়ে পাঁচদিনের এ মহোৎসবের সমাপ্তি হবে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ভিড় জমেছে।

আজ শুক্রবার সকালে আখাউড়া চেকপোস্টে গিয়ে দেখা যায় ইমিগ্রেশন ভবনের সামনে পাসপোর্টধারী যাত্রীদের  লম্বা লাইন। ভবনের ভিতরেও যাত্রীদের জটলা।  আগমন  ডেক্সে ভিড় একটু কম থাকলেও বহির্গমন ডেক্সের সবকটি কাউন্টারের সামনে যাত্রীদের উপচে পড়া ভিড়। চাপ সামলাতে ইমিগ্রেশন কর্মকর্তাদের হিমশিম খাচ্ছেন।

বন্দরের আমাদানি-রপ্তানিকারক ব্যবসায়ি ফারুক মিয়া বলেন, প্রতিদিনের তুলনায় আজ কয়েক গুণ বেশি যাদ্রী ।  সবাই পূজা দেখতে ভারত যাচ্ছে। আগামীকাল যাত্রীদের  এই চাপ আরো বাড়বে। 

কাজল সাহা নামের এক যাত্রী জানায়, পূজার ছুটিতে আমি প্রতিবছরই ভারতে যাই।  সেখানে পূজা অনেক বর্ণিল ও সুন্দর হয়। তাছাড়া সেখানকার কারিগড়রা থিম নিয়ে প্রতিমা তৈরি করে।

অর্পনা সেন নামে  আরেক যাত্রী বলেন,  পূজার ছুটিতে ঘুরতে পরিবার নিয়ে আগরতলা যাচ্ছি। এসময়টায় পূজা দেখার পাশাপাশি সেখানকার দর্শনীয় স্থানগুলোও ভ্রমণ করবো।

ইমিগ্রেশন সূত্র জানায়,  সারাদিনে ১৫৭৬ জন যাত্রী এ চেকপোস্ট দিয়ে পারাপার করে। এর মধ্যে গমন করে ১১২৯ জন ও আগমন ৪৪৭ জন।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা মুর্শেদুল ইসলাম জানান, অন্যদিনের তুলনায় যাত্রীদের চাপ অনেক বেশি ছিল।  পূজাচলাকালীন সময়ে  যাত্রী পারাপার অনেক বেশি থাকবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়ীয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft