বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ১৮ পৌষ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
টিফিন খরচের জমানো টাকা নিয়ে অসুস্থ অভিভাবকের পাশে শিক্ষার্থীরা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৭:৫২ অপরাহ্ন

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আহসান হাবিব প্রবাসে অসুস্থ হবার পর এখন বাড়িতে প্যারালাইজড হয়ে মানবেতর জীবনযাপন করছেন। 

এমন অবস্থায় চিকিৎসার কাজে আর্থিকভাবে সহযোগিতা করতে এগিয়ে আসে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে মাটির ব্যাংক ভেঙ্গে ১৩ হাজার ৬১০ টাকা প্রদান করে অসুস্থ অভিভাবককে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার ৬১০ টাকা দিয়েছে ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবককে। গত রবিবার (০১ অক্টোবর) বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের টাকা জমানোর মাটির ব্যাংকটি হস্তান্তর করা হয়।

শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক পোল্লাডাঙ্গা গ্রামের অসুস্থ আহসান হাবিবের স্ত্রীর হাতে মাটির ব্যাংকটি তুলে দেন বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খাইরুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলক ও প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন।

উল্লেখ্য, পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন খরচ থেকে মাটির ব্যাংকে জমানো টাকা নিয়ে চতুর্থবার অসহায় মানুষকে দেয়া হলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft