প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৮:৪৩ অপরাহ্ন

মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকা থেকে ৯ লক্ষ টাকা বাজার মূল্যের ৯০ গ্রাম হেরোইন উদ্ধারসহ,৩ মাদককারবারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । আজ সোমবার দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি ওসি।
গতকাল রাত ৭.০০ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া এলাকার আব্দুল করিমের চায়ের দোকানের সামনে থেকে মোঃ সাজ্জাদ হোসেন (৩৪), মোঃ কামরুল হাসান (৪২) ও মোঃ নাছির উদ্দিন (৫০) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
গ্রেফতারের সময় তাদের প্রত্যেকের সাথে থাকা ৩০ গ্রাম করে হরোইন মোট ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা।
গ্রেফতার হওয়া সাজ্জাদ হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের হযরত আলীর ছেলে, কামরুল হাসান চর বেথিলা গ্রামের রুহুল আমীনের ছেলে এবং নাছির উদ্দিন পশ্চিম বান্দুটিয়া গ্রামের আকবর খানের ছেলে।
ডিবি ওসি মোঃ মোশারফ হোসেন জানান, গেপ্তারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে ০১টি মামলা রুজু হয়েছে।