প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাটে শিক্ষার গুনগত মান উন্নয়নেও শিক্ষার্থীদের কল্যাণে ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করা হয়েছে সততা স্টোর।
বিদ্যালয়ের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
সহকারি শিক্ষক মাহমুদ আকতার মিষ্টি’র সঞ্চলনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পৌর মেয়র মোঃ আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম, ইউ.আরসি ইন্সট্রাক্টর মোছাঃ খুরশিদা জাহান, ওয়ার্ন্ডভিশন এপির ম্যানেজার ম্যানুয়েল হাসদা, প্যানেল মেয়র-২ মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আবু ইউসুফ মোঃ বদিউজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সাবেক প্রধান শিক্ষক ও প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম, আমন্ত্রিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক মায়েরা, ছাত্র ছাত্রীসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে সততা স্টোর উদ্বোধন করা হয়।