প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪১ অপরাহ্ন
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় নবাগতা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার উপজেলা পর্যায়ের সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত মোঃ খাইরুল আনম চৌধুরী সেলিম।
এ সময়, উপজেলা সমাজসেবা অফিসার নুরুন্নবী খোকন এর সঞ্চালনায়, সহকারী কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমা , ওসি তদন্ত জয়নাল আবেদীন, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল মোবারক,উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী, সাংবাদিক আব্দুল বারি বাবলু, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ সাধারণ শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে অংশ গ্রহন করে ঘুষমুক্ত সরকারি সেবা নিশ্চিত, মাদক মুক্ত উপজেলা, বাল্য বিবাহ দ, খাস জমি দখল, রাস্তাঘাট সংস্কার, কিশোর গ্যং নির্মূল, ইভটিজিং, খেলাধুলার মাঠ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় তারা ইউএনও'র উদ্দেশ্যে তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে মোহাম্মদ আল আমিন সরকার বলেন, সকল সমস্যা নির্মূলের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজে উপজেলা চেয়ারম্যান সহ সকলের সহযোগিতা কামনা করি।আমি মুক্তিযোদ্ধার সন্তান এই উপজেলার মুক্তিযোদ্ধাসহ সকলকে সাথে নিয়ে সুবর্ণচর উপজেলা কে একটি মডেল উপজেলা গঠতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।