রোববার ২৭ অক্টোবর ২০২৪ ১১ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
বিএনপি-আ.লীগ সমাবেশ: এড়িয়ে চলবেন যেসব সড়ক
প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ১২:০৫ অপরাহ্ন

রাজধানী ঢাকায় আজ (শুক্রবার ২৮ জুলাই) একইসঙ্গে সমাবেশের আয়োজন করেছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি মহাসমাবেশ করবে রাজধানীর নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ করবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।

এ দুটি সমাবেশের স্থান মোটামুটি ২ কিলোমিটার। তবে পাল্টাপাল্টি এ সমাবেশকে ঘিরে সহিংসতার পাশাপাশি রাজধানীজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। তাই ভোগান্তি এড়াতে আজ বেশ কিছু রুট এড়িয়ে চলতে পারেন।

আজ সারাদিন রাজধানীর যেসব সড়কে থাকবে রাজনৈতিক কর্মসূচি-

দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

বিকাল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

বিকেল ৩টায় কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

বিকাল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে ১২ দলীয় জোট।

বিকাল ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি।

বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (ড. রেজা)।

বিকাল ৩টায় কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবে এলডিপি।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

বিকাল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের কাছে সমাবেশ করবে লেবার পার্টি।

বিকাল ৩টায় মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন এলাকায় সমাবেশ করবে এনডিএম।

এসব সড়কে আজ দিনব্যাপী ব্যাপক যানজট তৈরির আশঙ্কা রয়েছে। ফলে আজ এসব রুট আজ এড়িয়ে চলাই ভালো।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft