বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪ ১৫ কার্তিক ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
মেহেরপুরে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন

মেহেরপুর সদর থানা চত্বরে বোমা বিস্ফোরণে দুই শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে থানা চত্বরের মসজিদের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় তারা। 

আহতরা হচ্ছে- থানা পাড়ার নাসিমের ছেলে সাইদ হোসেন (১১) ও গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রুবেল হোসেন (১০)। পুলিশ আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 

এদের মধ্যে শিশু সাইদ হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অমৃত সরকার জানান, শিশু রুবেল অনেকটা আশঙ্কামুক্ত। তবে আহত শিশু সাইদের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

থানায় আগত কয়েক জন জানান, হঠাৎ বোমা বিষ্ফোরণ ঘটে। সাথে সাথে দুটি শিশুর চিৎকার শুনতে পাবার পরপরই পুলিশ সদস্যরা দুটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বোমা দুটি পুলিশের উদ্ধারকৃত না দুষ্কৃতিদের রেখে যাওয়া তা নিয়ে কোন মন্তব্য করেনি পুলিশ। তবে পরিত্যক্ত বোমা বিষ্ফোরণ ঘটেছে বলে স্বীকার করছেন। 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন জানান, শিশু দুটি থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা দেখতে পায়। প্লাস্টিকের টেপ ছাড়াতে গিয়ে ইটের উপর আঘাত করায় বোমার বিস্ফোরণ ঘটে। এসময় তারা আহত হয়। থানা চত্বরে বোমার অবস্থান সম্পর্কে জানা ছিল না বলেও জানান তিনি। 

ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft