প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ২:৫৬ অপরাহ্ন
চলতি বোরো মৌসুমে বহুল জনপ্রিয় সুপার এসএলএইট ধান বীজ বিএডিসি ডিলারদের মাধ্যমে বা সরাসরি কৃষকদের নিকট বিক্রয় করছে না।
সুপার এসএলএইট ধান বীজ চিকন জাতের। এ চাউল খেতে যেমন অত্যন্ত সুস্বাদু তেমনি ফলনও বেশী হয়। সে কারনে ডিলার ও কৃষকদের প্রথম পছন্দের ধান বীজ হলো সুপার এসএলএইট ধান বীজ।
বিএডিসি চলতি বছর এ জাতের বীজ বিক্রয় না করায় ডিলার ও কৃষকরা হতাশা প্রকাশ করেছেন। বিএডিসির কয়েকজন ডিলার বলেছেন সুপার এসএলএইট জাতের বীজ না দেয়ায় ব্যবসার ক্ষতি হয়েছে।
এ ক্ষতি অপুরনীয়। নিজড়া ইউনিয়নের কাঠালবাড়ী এলাকার অমুল্য মন্ডল (৬০) নামে এক জন কৃষক বলেন,আমি প্রতি বছর সুপার এসএলএইট জাতের ধান বীজ জমিতে লাগাই।
এবছর বীজ না পাওয়ায় দারুনভাবে হতাশ হয়েছি। বেসরকারি কোম্পানীগুলির বীজ নিয়ে বাজারে নানা গুঞ্জন। ফলন যেমন অনিশ্চিত তেমনি খাওয়ার স্বাদও আশানুরুপ নয়।
বিএডিসি বীজ চলতি বছর সরকার বিক্রি করছে না কেন তা জানতে চাইলে বিএডিসি’র একজন কর্মকর্তা ইতিকা বোস বলেন,এবছর সরকার শুধু প্রনোদনা হিসাবে সুপার এসএলএইট জাতের বীজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।