বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪:১৮ অপরাহ্ন


১৩ই অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার সম্মেলন-২২ কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান পার্বত্য জেলা এর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ অক্টোবর) বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সভাপতি ক্য শৈ হ্লা।

 বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী মহোদয়ের সঞ্চালনায় আয়োজিত সভায় সম্মেলন এর সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, আগামী ১৩ই অক্টোবর রাজার মাঠে অনুষ্ঠেয় সম্মেলন ছাত্রলীগ এর মিলন মেলায় পরিণত হবে।

 এই সম্মেলনে আওয়ামীলীগ সহ সকল সংগঠন কে স্ব স্ব ব্যানারে মিছিল সহকারে উপস্থিত হয়ে ছাত্রলীগের সম্মেলন কে সফলভাবে সম্পন্ন করতে হবে। এসময়, সভায় পৌর আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সাল এর ৬ জুন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এবারের সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সভাপতি হিসেবে পুলু মার্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে সাদ্দাম হোসেন মানিক আলোচনার শীর্ষে অবস্থান করছে। দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ক্লিন ইমেজ এর কারণে জেলা ছাত্রলীগে তাদের শক্ত একটি শক্ত অবস্থান আছে এমনটাই গুঞ্জন সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে। 

সভায় জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগ সদস্য সৌরভ দাশ শেখরসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft